দেশজুড়ে

মুক্ত আকাশ বাংলাদেশ নোয়াখালী আউটলেট ও নোয়াখালী সিভিল সার্জন অফিসের যৌথ উদ্দ্যেগে জেলা পর্যায়ে মত বিনিময় ও পরামর্শ সভা

  প্রতিনিধি ১৩ জুন ২০২৪ , ১১:০৫:৪৮ প্রিন্ট সংস্করণ

দিদারুল আলম, নোয়াখালী প্রতিনিধি: মুক্ত আকাশ বাংলাদেশ নোয়াখালী আউটলেট ও নোয়াখালী সিভিল সার্জন অফিসের যৌথ উদ্দ্যেগে সকলের একতা, সম্প্রীতি এবং সহযোগিতার মাধ্যমে মাদকসেবীদের অন্যান্য সেবার পাশাপাশি উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জেলা পর্যায়ে মত বিনিময় ও পরামর্শ সভা’ এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো: সোহরাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল হামিদ,সহকারী পরিচালক, জেলা মাদকদ্রব্য অধিদপ্তর, আরো উপস্থিত ছিলেন সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, নোয়াখালী,জনাব আবু নাসের মঞ্জু সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা প্রেস ক্লাব সহ সাংবাদিক, উকিল, শিক্ষক, ইমাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব কাজী লুৎফুল জারিফ , আউটলেট ম্যানেজার, নোয়াখালী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব আমিনুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মুক্ত আকাশ বাংলাদেশ, নোয়াখালী এবং মুক্ত আকাশ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন  মোঃ মিজানুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার, মুক্ত আকাশ বাংলাদেশ । মুক্ত আকাশ বাংলাদেশের চলমান কার্যক্রম এবং প্রোগ্রাম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের অবহিত করেন। এমন আয়োজনে এবং মাদকসেবীদের মাঝে এইচআইভি এইডস প্রতিরোধের এমন কার্যক্রমে আমন্ত্রিত অতিথিবৃন্দ মুক্ত আকাশ বাংলাদেশেকে সাধুবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাদকসেবীদের মাদক নিরাময় চিকিৎসার জন্য জোর দাবি জানান। অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিদের মতামত, আলোচনা এবং পরামর্শের মাধ্যমে শেষ হয়।

আরও খবর

Sponsered content