দেশজুড়ে

মুন্সীগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৪ , ৪:৪৪:১৮ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার অদূরে মধ্যরাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় লটকনবাহী পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি চৌরাস্তা থেকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- পিকআপভ্যান চালক পলাশ চন্দ্র দাস (২৪) ও তার সহকারী জয় চন্দ্র দাস (২৫)।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি কাঞ্চন কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়। অভিযুক্ত পিকআপ ভ্যানটিকে শনাক্তের চেষ্টা করছি। দুর্ঘটনা কবলিত পিকআপটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

আরও খবর

Sponsered content