দেশজুড়ে

আড়াইহাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৭:১৫:১১ প্রিন্ট সংস্করণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে রেজাউল (৪৫) নামে আরো এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। তিনি উপজেলার বান্টিবাজার এলাকার মৃত হাজী আব্দুল সালামের ছেলে। জানা গেছে, তিনি বান্টিবাজারে কাপড়ের ব্যবসা করতেন। সেই সুবাদে তিনি ঢাকার গাউছিয়া ও নিউমার্কেট এলাকায় যাতায়ত করতেন। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি ১১ এপ্রিল ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালে চিকিৎসা নেন। সেখানেই তার নমুনা (ম্প্যাপল) সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে আড়াইহাজার থানার ওসি তদন্ত মোহাম্মদ আমীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রকাশিত রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এনিয়ে আড়াইহাজারে করোনা আক্রান্ত হলেন পাঁচজনে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উত্তম কুমার দাশ গুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত. ৮এপ্রিল থেকে এ পর্যন্ত আড়াইহাজার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, নার্গিস আক্তার (২৮), তিনি খাকনের স্ত্রী। স্থানীয় বিশ্বনন্দী ইউনিয়নের দড়ি বিশ্বনন্দী দক্ষিণপাড়া এলাকার তারা মিয়ার ছেলে হানিফ (৬৫) ও দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও এলাকার ওয়ারিশ মোল্লার ছেলে কবির (৬০)। প্রথম এই উপজেলায় ৮ এপ্রিল (কোভিড-১৯)-এ আক্রান্ত হন স্থানীয় দুপ্তারা ইউনিয়নের দড়ি সৎভান্দি পশ্চিপাড়া এলাকার আনোয়ারের মেয়ে এবং সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকার মাকসুদা বেগম (৩০) নামে এক নারী। তিনি স্থানীয় দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। 

 

আরও খবর

Sponsered content

Powered by