বাংলাদেশ

‘মুশতাকের মৃত্যুতে কারাগার-হাসপাতালের ত্রুটি ছিল না’

  প্রতিনিধি ৯ মার্চ ২০২১ , ৮:১৯:৩৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

লেখক মুশতাক আহমদের মৃত্যুর ঘটনায় কারাগার ও হাসপাতাল কর্তৃপক্ষের কোন ত্রুটি ছিলো না জানিয়ে প্রতিবেদন দিয়েছে গাজীপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, কামিশমপুর হাই সিকিউরিটি কারাগারে অসুস্থ হওয়া থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসা নেয়া পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল। এছাড়াও কারাগার কর্তৃপক্ষ ও চিকিৎসকদের দায়িত্ব অবহেলার কোন প্রমাণ পায়নি তদন্ত কমিটি।

তবে এখনও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যায়নি। সেটি পাওয়া গেলে চূড়ান্ত কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাশিমপুর কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন লেখক মুশতাক আহমেদ। প্রথমে কারা হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০২০ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি ছিলেন লেখক মুশতাক আহমেদ।

আরও খবর

Sponsered content

Powered by