দেশজুড়ে

সিংড়ায় কারেন্ট জালে আহত লক্ষীপেঁচা উদ্ধার

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:৫৮:০৫ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় কারেন্ট জালে আহত লক্ষীপেঁচা উদ্ধার

নাটোরের সিংড়ার ছোট চৌগ্রামে কবুতর এর পরিত্যক্ত ঘরে ঘুঘু পাখির ছানা খেতে গিয়ে কারেন্ট জালে সারারাত ঝুলে থাকা আহত লক্ষীপেঁচা উদ্ধার করেছেন পরিবেশকর্মীরা।

রোববার (৪ফেব্রুয়ারি) সকাল ১০টায় আহত প্যাঁচা নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে চিকিৎসা দেওয়া হয়েছে। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভোরের দর্পণকে জানান, উপজেলার ছোট চৌগ্রামের কৃষক সাজ্জাদ আলীর মাটির ঘরের দোতলায় দীর্ঘ দিন ধরে দুটি লক্ষীপেঁচা বসবাস করে আসছিল।

শনিবার রাতে পাশের মেহেদী হাসান এর বাড়ির দো-তলায় পরিত্যক্ত কবুতর ঘরে ঘুঘু পাখির ছানা খেতে গিয়ে কারেন্ট জালে আটকে যায়। পরে আহত প্যাঁচা টি উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে পুনরায় আগের জায়গায় অবমুক্ত করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by