প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ৩:২১:০২ প্রিন্ট সংস্করণ
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ক্লাউডিয়া শেনবাউম। রবিবারের (২ জুন) প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন ক্ষমতাসীন বামপন্থি দল মরোনা পার্টির এই প্রার্থী। মেক্সিকোর ইতিহাসে কোনও প্রেসিডেন্ট প্রার্থীর সর্বোচ্চ ভোটে জয় এটা।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ৫৮.৩ থেকে ৬০.৭ শতাংশ ভোট পেয়েছেন মেক্সিকো সিটির সাবেক মেয়র ও জলবায়ু বিজ্ঞানী শেনবাউম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোসিটল গালভেজ পেয়েছেন ২৬ দশমিক ৬ শতাংশ থেকে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট।
জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের শেনবাউম বলেন, আমি আপনাদের প্রচেষ্টা ব্যর্থ করবো না। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের অগ্রগতির ধারাকে বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আগামী ১ অক্টোবর প্রেসিডেন্ট হিসেবে কার্যক্রম শুরু করবেন তিনি।
মেক্সিকো সিটির প্রধান চত্বর জোকালোতে বিজয় উদযাপন করেন তার সমর্থকরা। এসময় তাদের হাতে ছিল প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম লেখা ব্যানার।
মেক্সিকো কংগ্রেসের সব সদস্য, আটটি রাজ্যের গভর্নর এবং মেক্সিকো সিটির মেয়র নির্বাচন করতেও ভোট দেন ভোটাররা।
তবে এবারের নির্বাচনে দেশটির ইতিহাসে সবচেয়ে সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচারের সময় সংঘর্ষে অন্তত ৩৮ জন প্রার্থী নিহত হয়েছেন।
সূত্র: রয়টার্স