খেলাধুলা

মেসির ওপর এত ক্ষোভ কেন ফন গালের

  প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৪২:৫৮ প্রিন্ট সংস্করণ

মেসির ওপর এত ক্ষোভ কেন ফন গালের

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে যায় আর্জেন্টিনা। ওই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা একাধিকবার তর্কে জড়ান। এরপর টাইব্রেকারে ডাচদের হারিয়ে আইকনিক উদযাপন করেন মেসি। তেড়ে যান ডাচ কোচ লুইস ফন গালের দিকে, যা নিয়ে বিশ্বকাপের পরও আলোচনা হয়। এবার সেই ম্যাচ নিয়ে কথা বললেন ফন গাল। যেখানে তিনি মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে পুষে রাখা সব ক্ষোভ যেন উগড়ে দিলেন। 

ডাচ সংবাদমাধ্যম এনওএস স্পোর্টসকে ফন গাল বলেন, ‘আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আপনি যখন দেখবেন কীভাবে আর্জেন্টিনা গোলগুলো করেছিল এবং আমরা কীভাবে গোলগুলো করেছিলাম; তাদের কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল এবং এরপরও তাদের শাস্তি দেওয়া হয়নি। ফলে আমার মনে হয়েছে এই ম্যাচটা পুরোপুরিভাবে পূর্বপরিকল্পিত খেলা ছিল। আমি যা বলতে চেয়েছি, মেসিকে কি বিশ্বচ্যাম্পিয়ন হতেই হতো? আমার মনে হয়, সেজন্যই এত কিছু।’ 

ফন গালের এমন বিস্ফোরক মন্তব্যের পর আর্জেন্টিনার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফন গালের মুণ্ডুপাত করছেন। যদিও আকাশি-সাদাদের পক্ষ থেকে এখনও কেউ পাল্টা জবাব দেননি। তবে ফন গাল একা নন এর আগে পর্তুগালের পেপেও বিশ্বকাপ থেকে বাদ পড়ায় আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনা করেন, ‘আমরা একটি গোল খেয়েছি, যা প্রত্যাশিত ছিল না। আগের রাতে যা হয়েছে, এরপর ম্যাচে আর্জেন্টাইন রেফারিকে দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়।’