দেশজুড়ে

খুলনায় তথ্য অধিকার আইন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৮:৩৮ প্রিন্ট সংস্করণ

খুলনা ব্যুরো : ‘সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন’ বিষয়ে খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র তাদের মিলনায়তনে মঙ্গলবার দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। কর্মশালার সমাপনীতে খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জনগণকে জানার সুযোগ দিতে হবে। জানার সুযোগ তৈরি হলে জনসাধারণ সহসী হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। মডারেটরের দায়িত্ব পালন করেন খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো. তবিবুর রহমান। এর আগে সকালে অনলাইনে যুক্ত হয়ে ঢাকা হতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেন ঢাকা, খুলনা, চট্রগ্রাম ও রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে একই বিষয়ের ওপর অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে রেক্টর বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে সরকারি-বেসরকারি সংস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। কর্মশালায় খুলনার বিভিন্ন সরকারি দপ্তরের ২৬ কর্মকর্তা অংশ নিয়ে তথ্য অধিকার আইনের ওপর সুপারিশমালা তৈরি করেন।

আরও খবর

Sponsered content

Powered by