দেশজুড়ে

মোংলা -ঘষিয়াখালী চ্যানেল সংলগ্ন রামপাল শহর রক্ষা বাঁধে তীব্র ভাঙ্গন

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৭:৩৯:৫৭ প্রিন্ট সংস্করণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : মোংলাঘষিয়াখালী চ্যানেলের রামপাল খেওয়াঘাট থেকে বগুড়া খেওয়াঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার শহর রক্ষা বাঁধে আবারও তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে জোয়ার ভাটা প্রবন এই চ্যানেলে সংলগ্ন বাঁধটি অচিরেই স্থায়ীভাবে মেরামত বা পোল্ডার দিয়ে বেঁধে না দিলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে

বাঁধের উপর নির্মিত ডবল ইটের রাস্তাটির অধিকাংশ স্থান নদী গর্ভে বিলীন হয়ে গেছে গত বছর পানি উন্নয়ন বোর্ডের আওতায় ভাঙ্গন রোধে কিছু জিও ব্যাগ ফেলে তাৎক্ষনিকভাবে ভাঙ্গন রোধের চেষ্টা চালানো হয় নদী ভাঙ্গন রোধে স্থায়ীভাবে পোল্ডার দিয়ে বেঁধে না দিলে ভাঙ্গন রোধ করা সম্ভব হবেনা বলে স্থাণীয় নদী আন্দোলনকারীরা মনে করেন

বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, স্থায়ীভাবে ভাঙ্গন রোধ করার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গন কবলিত এলাকায় নজর রাখা হচ্ছে

ব্যাপারে বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খানের সাথে কথা মুঠোফোনে কথা হলে তিনি জানান, ইতিপূর্বে আমরা ওই শহর রক্ষা বাঁধের কিছু অংশে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করেছি শীগ্র গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

আরও খবর

Sponsered content

Powered by