বাংলাদেশ

পুরুষের চেয়ে নারী মৃত্যু বেড়েছে

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২১ , ৮:২৭:৫৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১৫ জন। এর মধ্যে পুরুষ ১০৭ জন এবং নারী ১০৮ জন। দেশের ইতিহাসে এই প্রথম আজই পুরুষ মৃত্যুকে ছাড়িয়েছে নারী মৃত্যু। দেশে করোনা সংক্রমণের শুরুর পর এ পর্যন্ত একদিনে মারা যাওয়া পুরুষের সংখ্যাই বেশি ছিল। বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দেশে করোনায় নারীদের মৃত্যু তুলনামূলকভাবে কম ছিল। হঠাৎ সেটি বেড়ে গেছে। দুই মাস আগেও করোনায় মৃত্যুর ৮০ শতাংশই  ছিল পুরুষ এবং নারী মৃত্যু ছিল ২০ শতাংশ। কিন্তু একদিনের অনুপাতে এই হিসাব উল্টো হয়ে গেছে। গত ২৪ ঘণ্টার মৃত্যুর হিসাবে দেখা যায়, করোনায় ৫১ শতাংশ নারী এবং ৪৯ শতাংশ পুরুষ মারা গেছেন।

নারী মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনা সংক্রমণের শুরুর দিকে নারীরা কম আক্রান্ত হতো। আগে ২০ শতাংশ নারী আক্রান্ত হতো। এটি বেড়ে গেছে। এটা অবশ্যই উদ্বেগের বিষয়।’

আরও খবর

Sponsered content

Powered by