দেশজুড়ে

মোরেলগঞ্জে আ.লীগ নেতা হালিম ও সাইদুর রহমান চেয়ারম্যান সহ আটক ৪

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৪৮:৪৬ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে আ.লীগ নেতা হালিম ও সাইদুর রহমান চেয়ারম্যান সহ আটক ৪

সারাদেশে অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলার ১৬নং খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান হাওলাদার এবং উপজেলা কৃষক লীগরে সাবেক সভাপতি আব্দুল হালিম জোমাদ্দারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দুপুরে খাউলিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান ও উপজেলা সদরের নিজ বাসা থেকে আব্দুল হালিম জোমাদ্দারকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান।

এছাড়াও খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল গফফার কাজী এবং মোরেলগঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন লাভলু দফাদারকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বায়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান প্রতিনিধিকে জানান, সোমবার দিবাগত রাত থেকে বিশেষ অভিযানে বাগেরহাটের নয় থানা থেকে ১২জন আওয়ামীলীগ নেতা কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে বাগেরহাট মডেল থানা -২,ফকিরার থানা -২,মোল্লাহাট- ১,কচুয়া থানা -২,মোড়েলগঞ্জ থানা -৩ এবং মোংলা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।