দেশজুড়ে

মোরেলগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৪:০৮:৫১ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহাফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে বহরবুনিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত একটি ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন তার বক্তৃতায় এমন মন্তব্য করেন।

জামায়াতে ইসলামী ধর্মের নামে মানুষের সাথে প্রতারণা করছে বলেও বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ তুলে আরও বলেন, জামায়াতে ইসলামীর কোন অস্তিত্ব নেই, এটি একটি নিষিদ্ধ সংগঠন।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এফ এম শামীম আহসান, সামাদ হোসেন ফকির, আফজাল জোমাদ্দার, পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু, মজনু মোল্লা, বহরবুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. ফিরোজ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম।

আরও খবর

Sponsered content