প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:৪৫:১৭ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে তার সঙ্গে থাকা ১০০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সেরেস্তাদার বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
ছিনতাইয়ের শিকার নীলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে অজ্ঞাত ছিনতাইকারীরা মোটরসাইকেলে নিজ বাড়ি ফেরার পথে পিটিয়ে আহত করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় ।
মিলন কর্মকার জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তার বাসায় ৩০০ গজ আগে রাস্তার ওপরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা এ ঘটনা ঘটায়। ৩ জনের একটি ছিনতাইকারী দল তার সাথে থাকা ১০০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও স্কুটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, খবর পাওয়ার পর পুলিশের একাধিক টিম ছিনতাইকারীদের ধরতে মাঠে নেমেছেন। সড়কে চেক পোস্ট ও বসানো হয়েছে।