বাংলাদেশ

ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই : তাজুল ইসলাম

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২২ , ৬:২১:৪৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পর ইভিএমে ভোট কারচুপির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে ইভিএমে ভোট হলে কারচুপির সুযোগ থাকে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ‘ইভিএমের মাধ্যমে ভোট হলে কতটা সুষ্ঠু হয়, সেটা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বুঝতে পেরেছেন।’

আজ সোমবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তার সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘ইভিএমে ভোটের বিষয়টি বাংলাদেশে যেসব কূটনীতিক রয়েছেন, তাদের কাছেও গ্রহণযোগ্য হয়েছে। এর আগের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কারচুপির সুযোগ ছিল। এ কারণে সেসব নির্বাচনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ইভিএমে ভোট হওয়ায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেটা হয়নি।’

‌‘কিছু জায়গায় মেশিনের সমস্যার কারণে অনেকে ভোট দিতে পারেননি, এটা দুঃখজনক। নতুন একটা পদ্ধতিতে এমন কিছু ভুল হতে পারে, যেটা অস্বাভাবিক নয়’- যোগ করেন মন্ত্রী।

আরও খবর

Sponsered content

Powered by