আন্তর্জাতিক

রাইসির স্মরণে দেশে দেশে শোক ঘোষণা

  প্রতিনিধি ২০ মে ২০২৪ , ৭:৫২:৩৭ প্রিন্ট সংস্করণ

রাইসির স্মরণে দেশে দেশে শোক ঘোষণা

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ানসহ তার ছয় সফরসঙ্গীর নিহতের ঘটনায় ইরানের জনগণকে স্বান্তনা ও তাদের পাশে থাকার বার্তা দিয়ে শোক প্রকাশ করছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশ্বের অন্তত ৪ টি দেশ ইতোমধ্যে রাইসির মৃত্যুতে শোক পালনের ঘোষণা দিয়েছে।

রাইসির স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সিরিয়া ও লেবানন। এই দু’টি দেশই ইরানের ঘনিষ্ঠ মিত্র। লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহকে নিয়মিত সহায়তা দেয় ইরান; আর ইরানের প্রতক্ষ্য সহযোগিতা ব্যতীত সিরিয়ায় বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকার গত এক দশকেরও বেশি সময় ধরে টিকে থাকতে পারত না।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বৌ হাবিব সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘(নিহত হওয়ার)সংবাদটি শোনার পর আমি কী পরিমাণ কষ্ট পেয়েছি, তা আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারব না। ইরানের প্রেসিডেন্টকে আমি আন্তরিক সম্মান করতাম, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমার খুব ভালো বন্ধু ছিলেন।’

সিরিয়ার প্রেসিডেন্টও নিজের ব্যক্তিগত শোকবার্তায় রাইসি ও তার সফরসঙ্গীদের নিহতের ঘটনায় আন্তরিক শোক জানিয়েছেন।

এদিকে রাইসির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ভারত-পাকিস্তানও। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার পালন করা হবে এই শোক। এই দিন ভারতজুড়ে সব সরকারি-আধাসরকারি ভবনে ভারতের পতাকা অর্ধনমিত থাকবে, রাষ্ট্রীয়ভাবে কোনো উদযাপন কর্মসূচিও এদিন স্থগিত থাকবে।

রাইসির নিহতের সংবাদ প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত এবং ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে প্রেসিডেন্ট রাইসি তার সংক্ষিপ্ত মেয়াদে যে ভূমিকা রেখেছেন, তা আমরা সবসময় স্মরণে রাখব। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের সদস্যদেরকে আন্তরিক স্বান্তনা জানাচ্ছি।’

পাকিস্তানও এ ইস্যুতে এক দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক সোমবার এক এক্সবার্তায় বলেন, ‘ভাতৃপ্রতীম দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের মৃত্যুতে পাকিস্তান ভারাক্রান্ত। শোকসন্তপ্ত এই পরিস্থিতিতে তাই আগামীকাল (মঙ্গলবার) রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিন দেশজুড়ে জাতীয় পতকা অর্ধনমিত রাখা হবে।’

রোববার ইরান-আজারবাইজান সীমান্তের পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী চপার হেলিকপ্টার। হেলিকপ্টারটিতে রাইসুর সফরসঙ্গীহিসেবে ইরানের পররাষ্টমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৬ জন সফরসঙ্গী ছিলেন।

সোমবার কপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংস হয়ে যাওয়া সেই চপারটির কোনো যাত্রীই বেঁচে নেই।

সূত্র : রয়টার্স, এনডিটিভি, জিও টিভি

আরও খবর

Sponsered content