বাংলাদেশ

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা লজ্জাজনক : জি এম কাদের

  প্রতিনিধি ১৮ মে ২০২১ , ১:১৪:৩৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পন ডেস্ক:

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। সোমবার এক বিবৃতিতে সাংবাদিককে আটক ও হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন,  মন্ত্রণালয়ের অভ্যন্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ ছাড়া অসুস্থ সাংবাদিক রোজিনা ইসলাম এর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। রোজিনা ইসলামের সাথে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

প্রসঙ্গত, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে পেশাগত কাজে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রাখার পর রোজিনা ইসলামকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে তার নামে মামলা করা হয়।

Powered by