আন্তর্জাতিক

ফ্রান্সে একদিনে রেকর্ড প্রায় ৫ লাখ করোনা শনাক্ত

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২২ , ৫:২৪:২৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ফ্রান্সে দৈনিক সংক্রমণে আবারও নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে প্রায় পাঁচ লাখ মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত সপ্তাহে সর্বশেষ দৈনিক গড়ে তিন লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছিল।

ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগ গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) এ তথ্য জানিয়ে বলেছে, গত সপ্তাহে দেশটিতে দিনে গড়ে তিন লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছিল। এখন এক দিনে প্রায় পাঁচ লাখ মানুষের করোনা শনাক্ত হলো।

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে চার লাখ ৬৪ হাজার ৭৬৯ জন।

ফ্রান্সে এখন অপ্রতিরোধ্য গতিতে সংক্রমণ ছড়াচ্ছে করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন। এ কারণে প্রতিদিনই শনাক্তের হার বাড়ছে।

তবে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে মারা গেছেন ৩৭৫ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ২৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৭ হাজার ৬৩৮ জন মারা গেছেন। -এএফপি

আরও খবর

Sponsered content

Powered by