প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৮:০৬:২৪ প্রিন্ট সংস্করণ
উজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে করোনা মোকাবেলায় উপজেলার অসহায় ও খেটে খাওয়া মানুষকে ঘরমূখী গড়ার লক্ষ্যে এলাকার সাংসদ পুত্র তরুণ প্রজন্মের প্রতিনিধি ফারাজ করিম চৌধুরী'র উদ্যোগে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ ভাই এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ'র সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দাদা'র সহযোগিতায় সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন রাউজান ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় আজ 'ফ্রি' মাছ ও কাঁচা বাজার বিতরণ অংশ হিসেবে বাগোয়ান ইউনিয়নে সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক মুহাম্মদ আবু জাফর রাশেদ ,ইউপি সদস্য আবদুল করিম,দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিন, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল রোমান,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্য মুহাম্মদ নাহিদ সহ নেতৃবৃন্দ।