
রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কার্বারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির নাম সজল দাশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. সালাহ উদ্দিন খান নোমান-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
বুধবার দিবাগত রাতে রাঙ্গামাটি কোতয়ালী থানাধীন পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ধোপাপাড়া দুর্গা মন্দিরের পিছনে অভিযান চালিয়ে সজল দাশ (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পরে তার দেখানো মতে বসতঘরের শয়নকক্ষের শোয়ার বালিশের নিচ থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতার পরবর্তী বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হলে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেনওয়া হয়।