প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ৭:০৩:৩০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন মো. তানিকুল ইসলাম (২০) নামে এক কলেজ ছাত্র। বুধবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চিতাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তানিকুল চিতাখোলা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রথম বর্ষে অধ্যয়নরত। জানা গেছে, একই এলাকার মোঃ ফরিদের ছেলে ইফতেখার (২৪) নামে এক যুবক এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুদ্দিন আজম জানান, কিছুদিন আগেও পূর্ব সরফভাটা এলাকায় অভিযুক্ত ইফতেখার তুচ্ছ ঘটনায় দলবল নিয়ে হামলা চালিয়েছিল। অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতা জরুরি।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ তানিকুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ইফতেখারকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।