বাংলাদেশ

কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদ : ঢাকাস্থ সুইডিশ দূতাবাসকে তলব

  প্রতিনিধি ২ জুলাই ২০২৩ , ৩:৫২:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কোরআনের কপি পোড়ানোর প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার ঢাকায় সুইডিশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) জ্যাকব ইতাতকে তলব করেছে।

বিবিসি জানায়, সালওয়ান মোমিকা বলেন, সুইডেনে বসবাসকারী একজন ইরাকি বুধবার স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন শরীফের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।

এর আগে বৃহস্পতিবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বিবৃতিতে ‘দুঃখজনক কাজটির নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাকস্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ আবারো সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অযৌক্তিক উস্কানি বন্ধ করার আহ্বান জানিয়েছে।

অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কুরআন পোড়ানোর নিন্দা করেছে।

এদিকে সুইডিশ সরকার বলেছে যে তারা সুইডেনে ব্যক্তিদের দ্বারা সংঘটিত ইসলামফোবিক কাজকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই আইন কোনোভাবেই সুইডিশ সরকারের মতামতকে প্রতিফলিত করে না।

সূত্র : ইউএনবি

আরও খবর

Sponsered content

Powered by