রাজশাহী

রাজশাহী হাসপাতাল থেকে নবজাতক চুরি

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২১ , ৫:২২:১৬ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তিনদিন বয়সী নবজাতক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে হাসপাতালের ২৩ নং ওয়ার্ডের ১৭ নং বেড থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া নবজাতকের বাবার নাম, গোপাল রনি দাস রবি। মাতার নাম, কমলি রবি দাস। সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এই কন্যাশিশুর জন্ম দিয়েছিলেন। এটি তার প্রথম সন্তান। তাদের বাড়ি মহানগরের রাজপাড়া থানার আইটডি বাগান পাড়া এলাকায়। রবি দাস হাসপাতাল এলাকায় মুচির কাজ করে।
ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আফসানা খানম অনু জানান, কয়েকদিন যাবত এক নারী শিশুটির মায়ের কাছে ছিল। কিন্তু আজ সকালে হঠাৎ শুনি তিনি ওই বাচ্চাটিকে নিয়ে পালিয়েছেন। ঘটনার পর থেকেই নিরাপত্তায় নিয়োজিত আনসার ও হাসপাতাল প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন। যতদূর শুনেছি এ বিষয়ে কর্তৃপক্ষ থানায় অবহিতও করেছেন।
নবজাতকের নানা জানান, তিনদিন ধরে এক অপরিচিত নারী আমাদের পাশেই ছিল। মহানগরীর তালাইমারি বাড়ি বলে জানায়। ২৩ নম্বর ওয়ার্ডের ওপর তলায় তার রোগী আছে বলে জানিয়েছিল সে। কিন্তু আজ সকালে শিল্পীকে ঘুমাতে দেখে আর আমরা না থাকায় ওই নারী বাচ্চা নিয়ে পালিয়েছে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, সকাল ৯টার দিকে কন্যা শিশুটিকে রেখে তার মা খাবার নেয়ার জন্য ওয়ার্ডের বাহিরে গিয়েছিলেন। এসে দেখেন শিশুটি নেয়। বিষয়টি জানার পর সাথে সাথে পুলিশকে জানানো হয় এবং হাসপাতালে তল্লাশী করা হয়। কিন্তু এর আগে সে শিশুটিকে নিয়ে বের হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তালাইমারি এলাকার এক নারী শিশুটিকে চুরি করেছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, হাসপাতালের সিসিটিভির ভিডিও দেখে ওই নারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by