রাজশাহী

রাণীনগরে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৩

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২০ , ৪:৩১:১১ প্রিন্ট সংস্করণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে কষ্টিপাথরের একটি গণেশমূর্তিসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়গাছা এলাকা থেকে তাদেরকে আটক করে । এঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব ও থানাপুলিশ জানায়,এদিন সন্ধ্যায় র‌্যাব-৫, জয়পুর হাট কাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ (পিপিএম) এর নেতৃত্বে অভিযান চালিয়ে রাণীনগর উপজেলার বড়গাছা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন রাণীনগর উপজেলার ভারনাগ্রামের মহির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৩৫), রাজশাহীর বোয়ালীয়া উপজেলার সাগরপাড়া গ্রামের নুরুল হকের ছেলে ফারুক হোসেন (৪৭) ও রাজশাহীর দূর্গাপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারুক হোসেন (৫০)। রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, মূর্তি উদ্ধার ও আটকের ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by