প্রতিনিধি ৩ আগস্ট ২০২৪ , ৫:৫৭:১২ প্রিন্ট সংস্করণ
লক্ষীপুরের রায়পুরে শনিবার (০৩ আগস্ট) পৌর ১নং ওয়ার্ডে বাদ মাগরিব কামাল ভূঞা সাহেবের মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার শান্তি ও দেশবাসীর জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে গেলো বুধবার (৩১ জুলাই) বাদ মাগরিব বঙ্গবন্ধুর ৪৯ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৪,উপলক্ষে রায়পুর পৌর আওয়ামীলীগের ০৯ টি ওয়ার্ডে মাসব্যাপী কর্মসুচি পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি কার্যলয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মাস ব্যাপি কর্মসূচির সময় ও স্হান নির্ধারন করা হয়।কর্ম সূচির মধ্যে আছে মাস ব্যাপি বিভিন্ন মসজিদে কুরআন তেলওয়াত ও দোয়া, এতিম শিশুদের মাঝে খাবার বিতরন, কাঙ্গালি ভোজ,আলোচনা সভা ইত্যাদি।
রায়পুর পৌর আওয়ামীলীগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মামুনুর রশীদ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল হায়দার বাবুল পাঠান,পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।
পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ্ সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন
পৌর কাউন্সিলার আইনুল কবির মনির ভুইয়া, পৌর কাউন্সিলার জাকির হোসেন নোমান পাটওয়ারী,পৌর কাউন্সিলার আবুল হোসেন, মহিলা কাউন্সিলার সামছুর নাহার লিলি প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি /সাধারণ সম্পাদক, সহযোগি সংগঠনের নেতা কর্মীরা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।