প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ৮:০২:৫৫ প্রিন্ট সংস্করণ
রায়পুরে ডাকাতিয়া নদীতে কচুরিপানা জটে দুর্দশায় পরিণত হয়েছে এককালের প্রবাহমান ডাকাতিয়া নদী। কচুরিপানা অপসারণ প্রক্রিয়া শুরু করেছেন লক্ষ্মীপুর-২আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে পৌর শহরের ওয়াপদা কলোনী এলাকায় মেয়রের উদ্যোগে এ কর্মসূচীতে নদী তীরবর্তী উপকার ভোগী, আওয়ামীলীগ নেতাকর্মীসহ শত শত মানুষ এতে স্বতস্ফুর্ত অংশ নেয়। পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর থানার অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক মজুমদার,পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ,৩ নং ওয়ার্ড কাউন্সিলার মো ইউসুফ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।