প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ৩:৫৫:৪৪ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুরে অর্থনৈতিক শুমারীতে লিস্টিং কার্যক্রমে অনৈতিক সুবিধা না দেয়ায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় একটি দুর্বৃত্ত চক্র এ হয়রানি করছে বলে অভিযোগ করেছেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন।।
জাকির হোসেন জানান, চলতি বছরের জুলাই মাসে সারা দেশের ন্যায় রায়পুরে অর্থনৈতিক শুমারী ২৪ এর লিস্টিং কার্যক্রম শুরু হয়। এই কাজের সময় ৩৭ জন লিস্টার সরেজমিনে মানুষের বাসায় বা প্রতিষ্ঠানে না গিয়ে তারা মনগড়া ও বিভিন্ন তথ্য ট্যাবে এন্ট্রি করে। যা পরিসংখ্যান সার্ভার স্টেশান থেকে চিহ্নিত করা হয়। এঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত লিস্টারকে চলমান শুমারীর কাজ থেকে বাদ দেয়া হয়। বাদ পড়া কয়েকজন লিস্টারগণ অফিসে এসে অপমানজনক আচরণ ও বিভিন্ন হুমকি দিয়ে তাদেরকে পুর্নবহালের চাপসৃষ্টি করেন। এছাড়াও তাদের মনোনিত আরও বেশ কয়েকজনকে তথ্য সংগ্রহকারী পদে নেয়ার জন্য বলেন। তাদের এসব অযৌক্তিক দাবিতে সম্মতি না হওয়ায় ওই কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপিড়নসহ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে মোটা অংকের টাকা দাবি করেন। না দিলে তারা সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য দিয়ে কয়েকটি পত্রিকায় তাঁর বিরুদ্ধে বিভ্রান্তকর সংবাদ প্রকাশ করে। এ বিষয়ে আইনগতভাবে ব্যাবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছেন বলে ওই কর্মকর্তা জানান।