দেশজুড়ে

রায়পুরে পানি বন্দিদের মাঝে ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৪ , ৪:৪১:৫৩ প্রিন্ট সংস্করণ

রায়পুরে পানিবন্দিদের মাঝে ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ

লক্ষীপুরের রায়পুরে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণের পাশাপাশি থেমে নেই চিকিৎসা সেবাও।

এই মানবিক সেবায় এগিয়ে আসছেন রায়পুর  উপজেলার ফার্মেসী মালিকদের সমন্বয়ে গঠিত ড্রাগ এন্ড কেমিস্ট সমিতি  নামে একটি স্বনামধন্য সংগঠন। সরাসরি অভিজ্ঞ ডাক্তার ও পর্যাপ্ত ঔষধ নিয়ে ২৮শে আগস্ট থেকে শুরু করেছে এ কার্য্ক্রম। ফ্রী ডাক্তারের পরামর্শ ও ঔষধ বিতরণ সেবা নিয়ে প্রথম দিনে উপজেলার ৭ নং বামনি ইউনিয়ন  পরিষদে সেবা চালু করা হয়েছে।প্রথম দিনে সকাল ৯ঘটিকা থেকে শুরু করে দুপুর ২ ঘটিকা পর্যন্ত প্রায় এক শত ব্যাক্তিকে সেবা প্রদান করা হয়। 

এ সেবা উপজেলা প্রতি ইউনিয়নে ধারাবাহিকভাবে চলবে বলে  জানিয়েছেন সংগঠনের সভাপতি জাকির হোসেন মিঝি।সংগঠনের উপদেষ্টা ইজাজ হোসেন রোমান ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন শিপলু বলেন,আমাদের এই চিকিৎসা সেবা প্রতি ইউনিয়নে যতদিন জনগণের প্রযোজন হবে ততদিন চালু থাকবে। আমরা চাই চিকিৎসার অভাবে যেন সাধারণ মানুষ কষ্ট না পায়।

এ চিকিৎসা সেবা চলাকালীন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা(নির্বাহী ম্যাজিস্ট্রেট) ইমরান খাঁন চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ড্রাগ ও কেমিস্ট সমিতি,রায়পুর উপজেলা শাখার সবাইকে সাধুবাদ জানান। 

আরও খবর

Sponsered content