দেশজুড়ে

রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৪৭:১৪ প্রিন্ট সংস্করণ

রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

লক্ষ্মীপুরের রায়পুরে বেনু মিয়াজি নামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের পরশমান মিয়াজি বাড়ির বাসিন্দা।

প্রবাসীর স্ত্রী সাজু বেগম (৪০) জানান, তিনি ও তাঁর দুই শিশু সন্তান ঘরে ঘুমাচ্ছিলেন। অন্য কক্ষের জানালার গ্রিল কেটে মুখোশ পরা অজ্ঞাত ডাকাতদল ঘরে প্রবেশ করে তাঁদের ৩ জনকে বেধে রাখে। ওই সময় ডাকাতরা ৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল সেট ও নগদ সাড়ে ১২ হাজার টাকা লুটে নেয়। আলমারির চাবি দিতে দেরী করায় তাঁকে ডাকাতরা মারধরও করে।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামসুল আরেফিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের চি‎িহ্নত করতে আমরা কাজ করে যাচ্ছি।’

আরও খবর

Sponsered content