দেশজুড়ে

রায়পুরে বাজুসের আহ্বায়ক কমিটি গঠন

  প্রতিনিধি ১১ জুন ২০২৪ , ৭:৪৩:৪২ প্রিন্ট সংস্করণ

রায়পুরে বাজুসের আহ্বায়ক কমিটি গঠন

সংগঠনকে গতিশীল করতে অতি সম্প্রতি রায়পুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার রাতে পৌর শহরে রয়েল সাকারা নামক একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি রবিন্দ্র কর্মকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সমীর কর্মকার।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বাজুসের সাধারণ সম্পাদক শ্রী পরেশ কর্মকার, সহ সভাপতি রানা কুমার পাল, জুলাশ কুরী,সহদেব কুরী, সহ সাধারণ সম্পাদক দীপক চন্দ্র নাথ, অঞ্জন কুরী, গণেশ কুরী, ভাষান কর্মকার,সুব্রত দত্ত,বাজুস জেলা কমিটি কার্যনির্বাহী সদস্য সবুজ বিশ্বাস, উজ্জ্বল কুরী, প্রনব কুরী,স্বপন কর্মকার বাপ্পী, বিকাশ দাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুর উপজেলা বাজুসের সহ-সভাপতি লিটন চৌধুরী।এছাড়াও সভায় রায়পুরের বিশিষ্ট জুয়েলার্স ব্যবসায়ী মিহির বায়,সুনিল কর্মকার,তুষার রায়,সুমন বণিক,অংকুর বণিক,দোলন কুরী সহ শতাধিক জুয়েলার্স ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা সংগঠনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের প্রশংসা করেন। সভাশেষে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম না থাকায় সর্বসম্মতিক্রমে আগামী ৩মাসের জন্য রবীন্দ্র কর্মকারকে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক মিহির রায়, সদস্য সচিব লিটন চৌধুরী ও রবিন্দ্র বণিক কে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

উক্ত কমিটিকে আগামী ৯০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

আরও খবর

Sponsered content