রাজশাহী

ধামইরহাটে ১৩ টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২১ , ৭:৫৩:০৫ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে মৎস্য বিভাগের উদ্যোগে সরকারি রাজস্ব খাতের আওতায় ১৩ জলাশয়ে কার্প জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ পুকুরে ৪৩ কেজি পোনা মাছ অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।

পরে ঘুকসি বিল, বেলঘরিয়া দাখিল মাদরাসা, বৈদ্যবাদি ও মানপুর আবাসন কেন্দ্রের পুকুর, তালান্দার ও শিমুলতলী ফাড়ি পুকুর, কাশিয়াডাঙ্গা কওমী মাদরাসা, খুলুপুকুর, গুন ছোটপুকুর, ধাপের পুকুর ও দক্ষিন শ্যামপুর মসজিদ পুকুরে মোট ৩৭৬ কেজি পোনা মাছ পর্যায়ক্রমে অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিন সুলতানা, ভেটেরিনারী সার্জন ডা. রিপা রানী, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজামান সরদার, সাংবাদিক জাহিদ হাসান ও মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. মোস্তারিনা আফরোজ জানান, চলতি অর্থ বছরে বছরে রাজস্ব খাতের আওতায় বরাদ্দকৃত ৯৪ হাজার টাকায় কার্প জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by