প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪৪:০৮ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় মানুষের মাঝে ০১ (ফেব্রুয়ারি) শনিবার পৌর শহরের রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে রায়পুর সনাতনী সেবা সংঘের উদ্যোগে ১ শত অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রায়পুর সনাতনী সেবা সংঘের উপদেষ্টা কমলেন্দু ভট্টাচার্য এর সভাপতিত্বে ও সুভাষ চন্দ্র রায়,সাংবাদিক সুদেব কুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র এ বি এম জিলানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়পুর পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস, রায়পুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ নুর-ই-আল মুকুল,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এড মিলন মন্ডল,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ রায়পুর উপজেলা শাখার সম্পাদক শংকর মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি অপূর্ব সাহা অপু,সনাতনী সেবা সংঘের উপদেষ্টা দুলাল কিত্তনীয়া,রায়পুর পৌর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক উত্তম রায়,জেলা যুবদলের সদস্য সুজন পাটোয়ারী, শিবু বনিক,উত্তম বনিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি এ বি এম জিলানী তার বক্তব্যে বলেন,সনাতনী সেবা সংঘের সাথে সম্পৃক্ত সবাইকে এই মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।আমি পৌর মেয়র থাকা কালিন পৌর বাসীর সুখে দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।হিন্দু, মুসলিম, বৌদ্ধ,খৃষ্টান সবাই আমরা ভাই ভাই। আমরা বৈষম্য বিশ্বাস করি না। এই সংগঠনের যে কোন ভালো কাজের জন্য আমি সব রকম সহযোগিতার করে যাবো।