দেশজুড়ে

আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ৫:৪৭:৫৫ প্রিন্ট সংস্করণ

আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ  

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। “জলবায়ু ন্যায্যতায় যুব সমাজের ভাবনা” শিরোনামে প্রতিযোগিতার আয়োজক ছিল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট স্বপ্ন এবং সার্বিক সহযোগিতা প্রদান করে গবেষণা প্রতিষ্ঠান বারসিক। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অংশগ্রহণ করে এবং ফাইনালে মুখোমুখি হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ফার্মেসি বিভাগ। উভয়পক্ষের যুক্তির লড়াইয়ে বিজয়ী হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রতিযোগিতা শেষে জলবায়ু ও তরুণ সমাজ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডঃ আনন্দ কুমার সাহা বলেন আমাদের চারপাশে যে উন্নয়ন হচ্ছে তা অবশ্যই পরিবেশকে গুরুত্ব দিয়ে করা দরকার তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তনে ধনী দেশগুলো বেশি দায়ী হলেও তাদের দায়বদ্ধতা একেবারেই কম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, ছোট্ট স্বপ্নের সদস্য সচিব ডঃ সুলতানা রাজিয়া, বারসিকের প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by