চট্টগ্রাম

শিশু কন্যা ” মুক্তি”র ঠাঁই হলো এক দম্পতির কোলে

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৩ , ৬:৫১:৫০ প্রিন্ট সংস্করণ

শিশু কন্যা " মুক্তি"র ঠাঁই হলো এক দম্পতির কোলে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর ৮ দিন বয়সী শিশু কন্যা ” মুক্তি”র ঠাঁই হলো রাশেদ- নাঈমা দম্পতির কোলে। জন্মের পরই শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিযে যায় এক মানসিক ভারসাম্যহীন নারী। জানা যায়, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকালে সীতাকুণ্ড উপজেলার মহাসড়কের পাশে প্রসব বেদনায় ছটফট করতে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন দুজন পথচারী।

এরপর হাসপাতালে ওই নারীকে রেখে চলে যান তাঁরা। বিকালের দিকে ওই নারী একটি কন্যা সন্তানের জন্ম দেন। নবজাতকটি যখন চিকিৎসকদের হাতে, তখন সবার চোখ ফাঁকি দিয়ে চলে যান ওই মানসিক ভারসাম্যহীন নারী। এরপর থেকে হাসপাতালের ডাক্তারগণ শিশুটিকে যত্নের সাথে লালনপালন করেন। ৮ দিন পর শিশুটি পালক নিতে আবেদন করেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জোদারপাড়া গ্রামের নিঃসন্তান দম্পতি মোঃ রাশেদ ও নাঈমা আক্তার সাথী।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সমাজসেবা অফিসের মাধ্যমে শিশুটিকে ওই দম্পত্তির জিন্মায় দেওয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাসেদ বলেন, প্রসবের ঘণ্টাখানেক পর মানসিক ভারসাম্যহীন ওই নারী সবার অগোচরে পালিয়ে যান। হাসপাতালে ৮ দিন রাখার পর এক দম্পতির জিন্মায় দেওয়া হয়েছে। যেহেতু কন্যাটি জন্ম গ্রহণ করেছে বিজয় দিবসের দিন তাই তার নাম রাখা হয়েছে “মুক্তি ‘।

উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, শিশুটি যেহেতু এক মানসিক ভারসাম্যহীন নারী ফেলে গেছে তাই আপাতত তাকে এক দম্পত্তির জিন্মায় রাখা হয়েছে। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. নুরউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, মডেল থানার ওসি কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, শওকত আলী জাহাঙ্গীর, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, শেখ সালাউদ্দিন।

আরও খবর

Sponsered content

Powered by