প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪ , ৮:০৭:৫৩ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুরে টানা বৃষ্টিতে ঘরবন্দী, পানিবন্দি ৮শত পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করে লক্ষ্মীপুর জেলা যুরদল। রবিবার ( ২৫ আগস্ট) বিকেল ৫ ঘটিকা থেকে রায়পুর উপজেলার পৌর শহরের বাস টার্মিনালে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তেল,পেঁয়াজ,আলু,মুড়ি,চিড়া,বিস্কুট,পানি ও খাওয়ার স্যালাইন ইত্যাদি।
এ খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিঃ যুগ্ম আহবায়ক সৈয়দ রাশিদুল হাসান লিংকন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের সিঃ সহ-সভাপতি রজাউল করিম পল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর বি এন পির সাধারন সম্পাদক ভিপি লিটন,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন,জেলা যুবদলের সদস্য ফরহাদ মিয়াজি,ইকবাল হোসেন পাটোয়ারী,সুজন পাটোয়ারী,থানা যুবদলের সাবেক সম্পাদক মোঃ আনিস,সাবেক সম্পাদক এমরান,থানা যুবদলের যুগ্ম আহবায়ক ডাঃমুকুল,পৌর যুবদলের সাবেক সম্পাদক নুর এ হেলাল মামুন,ছাত্র দলের সাবেক থানা সভাপতি আরমান মুন্সি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ফেনী,কুমিল্লা,নোয়াখালীর মত লক্ষ্মীপুর,রায়পুরের মানুষ ও অতি বৃষ্টির কারনে পানি বন্দি হয়ে গেছে। অতি বৃষ্টি ও পানি বন্দির কারনে রাস্তাঘাট,ঘরবাড়ি,ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। মানুষের ঘরে খাবার ও সুপেয় পানি নেই। আপনাদের দুঃখে আমাদের দল বি এন পির নেতারাও দুঃখী। তাই আমাদের দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে দাড়িয়েছি। আমাদের দল থেকে আপনাদের জন্য সামান্য সহযোগিতা করছি। আপনারা দোয়া করবেন আমরা ও আমাদের দল যেন সব সময় মানুষের বিপদে আপনাদের পাশে দাড়াতে পারে।
পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় ও খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে ইনশাআল্লাহ।