রংপুর

রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ

  প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৮:৫৮:৩৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে ভারি যান চলাচলে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদে বুধবার বিক্ষোভ করেছে রাজবাটী কাঁটাপাড়ার ভ‚ঁইপাড়া এলাকাবাসী। এ ছাড়া শতশত ট্রাক-ট্রাক্টর সহ মালবাহী ভারি যানবাহন আটকে রেখে প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভ চলাকালীন এলাকার বিশ্বজিৎ রায়, চন্দন দাস, মিহির চন্দ্র দাস, তেঁতুন দাস, কাবলু রায়, সরজিৎ দাস, সাধন দাস, বাবলু, পশি রহমান, মো বুলবুল, মো. মোস্তাকিম, মো. আজগর আলী জানান, রাজবাড়ী কাঁটাপাড়ার ভ‚ইপাড়া এলাকায় ২টি ইটের ভাটা ও ৪টি আটো রাইস মিল থাকায় প্রতিদিন শত শত ট্রাক-ট্রাক্টরসহ মালবাহী ভারি যানবাহন পৌর নিয়মনীতি উপেক্ষা করে চলাচল করছে। ফলে রাস্তাঘাটগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হওয়াতে এলাকাবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। তারা আরো জানান, পৌর আইন অনুযায়ী এইসব রাস্তায় ৩ টনের গাড়ি চলার কথা থাকলেও ভাটা ও অটো রাইস মিলের কারণে ৩০-৬০ টনের গাড়ি মালামাল নিয়ে প্রতিদিন এই রাস্তায় চলাচল করছে। ফলে রাস্তাঘাট ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এছাড়া রাস্তা ভাঙার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। এলাকাবাসী বার বার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার নিকট অভিযোগ করেও কোন ফল না পেয়ে তারা সকাল ৭টা থেকে মালবাহী ভাড়ি যানগুলি আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসী আরো বলেন, প্রশাসন এব্যাপারে জরুরীভাবে হস্তক্ষেপ গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।

আরও খবর

Sponsered content