প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৫ , ৫:৫৩:৪২ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবসহ মাদক কারবারি উপজেলা জিয়া মঞ্চ দল নেতা রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বাঘবের এলাকা থেকে তাকে ১০৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত, রুবেল মিয়া উপজেলার বাঘবের এলাকার মুসলিম মিয়ার ছেলে। সে রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চ দলের কোষাধক্ষ্য।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে উপজেলা জিয়া মঞ্চ দলের কোষাধক্ষ রুবেল মিয়া। এছাড়া কিছুধরে বিভিন্ন সামজিক মাধ্যমে তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়।
এদিকে, বুধবার রাতে বাঘবের এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।