ঢাকা

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও হত্যার হুমকি

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২১ , ৫:৪৪:৫১ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার মোঃ মিছির আলীর (৩৮) কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা তার ভাই-বোন মার্কেট নামক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৫ নভেম্বর সোমবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ব্যবসায়ী মোঃ মিছির আলী বলেন, তিনি গত ৫ বছর ধরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেল এলাকায় তার নিজের জমিতে ভাই-বোন নামক মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। কিন্তু কয়েকদিন যাবত স্থানীয় সন্ত্রাসী ইকরাম হোসেন (২৮) ও তার সন্ত্রাসী বাহিনী মিছির আলীর কাছে তার প্রতিষ্ঠানের জন্য ৫লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

মোঃ মিছির আলী ও দোকানের ভাড়াটিয়ারা চাঁদা দিতে রাজি না হওয়ায় ১৫ নভেম্বর সোমবার সকালে ইকরামসহ অজ্ঞাত ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী লোহার রড, এসএস পাইপসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। এ সময় ব্যবসায়ী মোঃ মিছির আলী বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে মোঃ মিছির আলী বাদি হয়ে ইকরাম সহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content