আন্তর্জাতিক

আফগান-তালেবান সহিংসতায় রয়টার্সের সাংবাদিক নিহত

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৫:২১:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

আফগানিস্তানে তালেবান ও আফগান সরকারি বাহিনীর মধ্যে চলমান সহিংসতা নিয়ে রিপোর্ট করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিক। আজ শুক্রবার (১৬ জুলাই) তিনি নিহত হন বলে জানিয়েছে আফগান বাহিনী। খবর প্রকাশ করেছে রয়টার্স।

 

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সীমান্তবর্তী স্পিন বোলডাকের প্রধান মার্কেট অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তালেবানদের বিরুদ্ধে লড়াই করছে আফগান সরকারি বাহিনী। ঠিক ওই সময় তালেবানের ক্রসফায়ারে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সাংবাদিক ডানিশ সিদ্দিকী ও একজন আফগান কর্মকর্তা।

 

এক বিবৃতিতে রয়টার্সের প্রেসিডেন্ট মাইকেল ফ্রিডেনবার্গ ও এডিটর-ইন-চিফ আলেসান্দ্রা গ্যালনি বলেন, আমরা তাৎক্ষণিকভাবে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।

ডানিশ একজন অসাধারণ সাংবাদিক ছিলেন। একনিষ্ঠ স্বামী ও পিতা এবং একজন খুব প্রিয় সহকর্মী। এই খারাপ অবস্থাতে আমরা তার পরিবারের সঙ্গে আছি, বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by