দেশজুড়ে

রূপগঞ্জে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  প্রতিনিধি ১০ মার্চ ২০২৫ , ৬:৫৫:৩২ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থী ও  সাধারণ জনগণের ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার ভুলতা স্কুল এন্ড  কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা- সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোল চত্বরে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে  অংশগ্রহণকারীরা  অভিযোগ করে বলেন, আইনের শিথিল প্রয়োগ, অপরাধীদের প্রভাব এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি। তারা সমাজ ও রাষ্ট্রীয়ভাবে ধর্ষণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় বক্তারা তাদের পাঁচটি দাবি তুলে ধরেন: ১. ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। ৩. শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। ৪. ধর্ষণের শিকার নারীদের জন্য মানসিক, আইনি ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে হবে। ৫. সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষা ও প্রচার কার্যক্রম জোরদার করতে হবে।

আরও খবর

Sponsered content