চট্টগ্রাম

রেজাল্টের চেয়ে মূল্যবোধের সিজিপিএ বেশী হওয়া জরুরী

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৫ , ৪:৪২:১৭ প্রিন্ট সংস্করণ

রেজাল্টের চেয়ে মূল্যবোধের সিজিপিএ বেশী হওয়া জরুরী

ক্যারিয়ার গঠনে ভাল ফলাফলের বিকল্প নেই। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই সিজিপিএ স্কোর সন্তোষজনক হতেই হবে। তবে সিজিপিএ এর চেয়ে মানবিক মূল্যবোধ আরও বেশী জরুরী। কারন, তোমার কাছে কি ডিগ্রি বা সিজিপিএ আছে তার চেয়েও দেশের জন্য তুমি কি করতে পারবে সেটা বড় কথা।

রোববার (১৯ জানুয়ারি) প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বর্তমান প্রজন্মেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে যে শিক্ষা প্রয়োজন তা শুধু শ্রেণী কক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এসময় তিনি শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে যারা শহীদ ও পঙ্গুত্ব বরণ করেছে তাদের কাছে যাওয়ার জন্য অনুরোধ করে বলেন, তাদের কাছে জানতে চেষ্টা করো কেনো হাজার হাজার শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। দেশপ্রেম কি তাদের কাছে প্রকৃতভাবে শিখতে পারবে।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে সোনালী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান, সাবেক কম্পট্রোলার অডিটর জেনারেল ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বিশেষ অতিথির বক্তৃতা করেন।

অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ৩৪ শিক্ষার্থীকে প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content

রাজবাড়ীতে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

রূপগঞ্জে কাঞ্চন পৌর মেয়র প্রার্থীর উঠান বৈঠক

রূপগঞ্জে কাঞ্চন পৌর মেয়র প্রার্থীর উঠান বৈঠক

তেঁতুলিয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

পর্যটন নগরী কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও নৈসর্গিক সৌন্দর্য

গাজীপুরে দু:স্থদের মাঝে পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

গাজীপুরে দু:স্থদের মাঝে পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

চকবাজারে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামে দুটি কোচিং সেন্টারকে জরিমানা চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামক দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।  করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান অব্যাহত রাখায় এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোপন সূত্রের খবরে গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযানের বিষয়ে তিনি জানান, চট্টগ্রামে হঠাৎ করে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা একই ছাদের নিচে ছাত্রদের জড়ো করে বিপদজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এ কারণে চকবাজার গুলজার মোড়ে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

চকবাজারে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামে দুটি কোচিং সেন্টারকে জরিমানা চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামক দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান অব্যাহত রাখায় এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোপন সূত্রের খবরে গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযানের বিষয়ে তিনি জানান, চট্টগ্রামে হঠাৎ করে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা একই ছাদের নিচে ছাত্রদের জড়ো করে বিপদজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এ কারণে চকবাজার গুলজার মোড়ে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।