চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে ২ জন নিহত

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ৪:৪৫:২০ প্রিন্ট সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে ২ জন নিহত

কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ অক্টোবর) ভোরে কুতুপালং ৭ ও ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- আব্দুর গফুরের ছেলে মোহাম্মদ হোসেন (৩৬) ও প্রয়াত নীর আহম্মদের ছেলে ছানা উল্ল্যাহ (২৭)। তারা দু’জন উখিয়া কুতুপালংয়ের ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। 

এসব তথ্য জানিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে কুতুপালং ৭ নম্বর শরণার্থী শিবিরে অজ্ঞাত কিছু রোহিঙ্গা দুর্বৃত্ত মাহামুদুল হকের বাড়ি সামনে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে ছানা উল্ল্যাহ নিহত হন। অপর দিকে ২ নম্বার ক্যাম্পে অস্ত্রধারীরা আলী জোহারের দোকানের সামনে মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। 

ওসি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দু’জন আরসা সদস্য। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। হত্যাকারীদের যৌথ অভিযান চলছে বলে জানান ওসি।

আরও খবর

Sponsered content