প্রতিনিধি ২৩ জুলাই ২০২০ , ৭:৩৫:৫৯ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬০ হাজার ১ শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী থানাধিন ঘিরিধারা মারাকাতুজ তাহফিজ মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন মো. হাবিবুর রহমান গাজী (৩১) ও মো. হাফিজুল ইসলাম (৩৩)। র্যাব জানায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কক্সবাজার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।