দেশজুড়ে

লংগদুতে কাপ্তাই হ্রদ থেকে এক যুবকের লাশ উদ্ধার

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ৩:২৯:০৫ প্রিন্ট সংস্করণ

লংগদুতে কাপ্তাই হ্রদ থেকে এক যুবকের লাশ উদ্ধার

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে গলায় কোমরে মাঠির বস্তা বাঁধা অবস্থায় সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।

সোমবার (৩ মার্চ ) বিকালে উপজেলার লংগদু  সদর ইউনিয়নের দক্ষিণ ঝর্ণাটিলা এলাকা হতে  খবর আসে এক যুবকের লাশ পাওয়া গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে থানা পুলিশ গিয়ে নদীর পাড় হতে সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানাযায়, সাদ্দাম হোসেন ৭নং লংগদু ইউনিয়নের ৭নং ওয়ার্ড ঝর্ণাটিলা এলাকার মো. হানিফ ও মমতাজ দম্পতির ছেলে। প্রতি দিনের মতো সাদ্দাম হোসেন গতকাল ভোরবেলা মাছ শিকার করতে বাড়ি থেকে বের হয়। দুপুরের দিকে বাড়ির পাশে কাপ্তাই লেকে জলাশয়ে নৌকাটি ভাসতে দেখে পরিবারের সদস্যরা।

মৃত ব্যাক্তির ছোট ভাই মো. ফয়জুল করিম (মোস্তাফিজ) জানায়, আমার মেজ ভাই ভোর রাতে মাছ ধরতে বাসা থেকে বের হয়েছিল। পরে দুপরের সময় আমার বড় ভাই মাছ ধরে বাসায় আসতে সময় আমার মেজো ভাইয়ের নৌকা নদীর মাঝখানে ভাসতে দেখে। সে বাড়িতে এসে আমার মা কে জিজ্ঞেস করে সাদ্দাম কোথায়?  সাদ্দামের নৌকাটি নদীতে ভাসছে। তখন আমি আর আমার বাবা নদীতে গিয়ে দেখি নৌকা খালের মাঝখানে নোঙ্গর করা। তখন আমাদের সন্দেহ হলে আমরা স্থানীয়দের সহযোগিতায় নদীতে জাল ফেলে এবং অক্সিজেন দিয়ে তাকে খোঁজাখুঁজি করি এবং তার কোমরে এবং গলায় রশি দিয়ে মাঠির বস্তা বাঁধা অবস্থায় তার মৃত দেহ উদ্ধার করি।  

ঘটনার কারণ সম্পর্কে মোস্তাফিজ বলেন, কিছু দিন আগেই আমার ভাইয়ের সাথে ভাবীর বিবাহ বিচ্ছেদ হয়। সেই থেকে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন, আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তাছাড়া পুলিশ তার ঘর থেকে দুটি চিরকুট উদ্ধার করে। যাতে সে আত্মহত্যা করেছে মর্মে লিখেছেন। 

এ বিষয়ে লংগদু থানা পুলিশ  সূত্র জানান,  খবর পেয়ে লংগদু থানার এসআই শিবু প্রসাদ সেন সঙ্গীয় ফোর্স সহ ঝর্নাটিলা এলাকা থেকে সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে।  এসময় মৃতের বশত ঘরের আলমিরা থেকে সে নিজেই আত্মহত্যা করেছে মর্মে দুটি চিরকুটও উদ্ধার করা হয়। ধারণা করা যায়  এটি একটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এব্যাপারে একটি  অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন  রয়েছে। লাশের  আগামীকাল মর্গে পাঠানো হবে। 

আরও খবর

Sponsered content