রাজশাহী

মাথা দিয়ে ধোঁয়া বের হয় রব্বানীর

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৩ , ৪:৪৮:৫৮ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় মানুষের মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার এক বিচিত্র ঘটনার দেখা মিলেছে। শীতকালে মানুষের মুখ দিয়ে বাষ্পাকারে ধোঁয়া বের হয় এটি একটি স্বাভাবিক ঘটনা তবে মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার ঘটনা যেন এক অলৌকিক ব্যাপার। তাও আবার পান খেলেই! উপজেলার সদর ইউনিয়নের চকগাজীপুর গ্রামের মৃত সবজানের ছেলে গোলাম রব্বানীর শরীর থেকে বের হওয়া এমন ধোঁয়া স্থানীয়দের অবাক করেছে। পান খেলেই বাষ্পের মতো ধোঁয়া বের হতে থাকে তার মাথা দিয়ে। পেশায় তিনি একজন কৃষক। এই অলৌকিক ব্যক্তি গোলাম রব্বানীর সঙ্গে দেখা মেলে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার যোগীপাড়া বাজারে । তিনি জানান, আট বছর বয়স থেকে তিনি পান খাওয়া শুরু করেন। অনেক আগে থেকেই কাচা সুপারি দিয়ে খিলি পান খেলে তিনি প্রচুর ঘামতেন। কিন্তু গত ৭-৮ বছর থেকে ঘামের সঙ্গে সঙ্গে মাথা দিয়ে ধোঁয়া ওঠা শুরু হয়। প্রথম দিকে বিষয়টি নিয়ে তিনি ভাবনায় পড়েছিলেন। কিন্তু কোনো অসুবিধা না হওয়ায় বিষয়টিকে এখন আর তেমন পাত্তা দেন না। তিনি আরও জানান, কাঁচাসুপারি দিয়ে যখনই তিনি পান খাওয়া শুরু করেন, তখন পুরো শরীর থেকে ঘাম বের হতে থাকে। এর পর পরই মাথা দিয়ে বাষ্পের মতো ধোঁয়া বের হতে থাকে। আবার পান খাওয়া শেষ হওয়ার সাথে সাথে তার মাথা দিয়ে ধোঁয়া বের হওয়াও শেষ হয়। শীতকালেই এই ঘটনাটি বেশি হয়। স্থানীয়রা এই ধোঁয়া দেখার জন্য তাকে শখ করে পান খাওয়ান, এমনকি ধোয়া ওঠার সময় তার মাথায় চাল দিয়ে ভাত হয় কিনা পরীক্ষা করে আনন্দ উপভোগ করেন। এ বিষয়টি বর্তমানে তিনি বেশ উপভোগ করেন। এদিকে শরীরের কোনো অসুবিধা না হওয়ায় এ সমস্যা নিয়ে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেও যাননি তিনি। তবে তিনি জানিয়েছেন, তার মাথায় একসময় প্রচুর ঘন ও কালো চুল ছিল। কিন্তু ধোঁয়া ওঠার পর থেকে তার চুল উঠে টাক হয়ে গেছে। তা ছাড়া তার উচ্চ রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকায় একসময় এ সংক্রান্ত ওষুধ খেতেন, বর্তমানে তাও বন্ধ করে দিয়েছেন। কোয়ালিপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বেশ কয়েক বছর থেকে তিনি এ বিষয়টি দেখছেন। তিনিও এই ধোঁয়া দেখার জন্য তাকে কয়েকবার পান কিনে খাইয়েছেন। এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সোহানুর রহমান বলেন, শীতকালে বেশি খেলাধুলা করলে ঘামের সঙ্গে সঙ্গে মাথা দিয়ে ধোঁয়ার মতো বাষ্প বের হয়। এ ঘটনাটিও তেমনই। এটি একটি স্বাভাবিক ঘটনা বলেও তিনি মনে করেন। তবে স্থানীয়রা এই বিরল ঘটনাটিকে গ্রিনিচ বুক অব ওয়াল্ডে রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by