প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৭:০৬:৫৪ প্রিন্ট সংস্করণ
রাঙ্গামাটির দূর্গম লংগদুতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ বাইট্টাপাড়া আলতাফ মার্কেট কেরাতুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে জাতীয় ওলামা মাশায়েখ আইম্ম পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুজাহিদ কমিটি লংগদু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হান্নান এর সঞ্চালনায় ও জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সেক্রেটারী মাওঃ মাজহারুল ইসলাম। লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আমিনুর রশিদ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আব্দুল মান্নান ইসলামাবাদী, মাওলানা নূরুল আবছার নদভী, মাওলানা মো. নূরুল ইসলাম মোমিনপরী, মাওলানা মো. জুবাইদুল হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিগত পনেরো বছর ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী দেশের আলেম ওলামাদের জুলুম নির্যাতনের মাধ্যমে তাদেরকে নিঃশেষ করতে চেয়েছিলেন।
জুলাই বিপ্লবে শায়খে চরমোনাইয়ের নেতৃত্বে বায়তুল মোকাররম সহ দেশের সকল জায়গায় জুমার খুতবায় আলোচনার মাধ্যমে আলেম ওলামাগন অবদান রেখেছেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা আলেম সমাজ আর কতদিন ব্যবহার হবো, সবাই আমাদেরকে ব্যবহার করতে চায়। আমাদের এ থেকে বেরিয়ে আসতে হবে। শেষে মাওলানা মো. আমিনুর রশিদকে সভাপতি, মাওলানা জহিরুল ইসলামকে সেক্রটারি ও মাওলানা ইসমাইল হোসেনকে সাংগঠনিক করে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।