দেশজুড়ে

লংগদুতে জামায়াতের আলোচনা সভা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৪ , ৭:৫৫:২১ প্রিন্ট সংস্করণ

লংগদুতে জামায়াতের আলোচনা সভা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইনীমুখ ইউনিয়ন (পশ্চিম) শাখার  মুসলিম ব্লক ইউনিটের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা  অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬.০০ টায় উপজেলার মাইনীমুখ (পশ্চিম) ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে ও ইউনিট সভাপতি রফিকুল ইসলাম এর সঞ্চালনায়  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মাইনীমুখ ইসলামীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফেরদৌস আলম, জেলা জামায়াতের শুরা সদস্য খন্দকার মো. মতিউর রহমান, মাইনীমুখ ইউনিয়ন পুর্ব শাখার আমীর মো. শিহাব উদ্দিন, মাওলানা মো.  নুরনবী, শিক্ষক মো. ওসমান গনি ও মাওলানা মো. আবু বকর প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা আল্লাহর নেয়ামত এর শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাদের নেয়ামত বাড়িয়ে দেন।  ইসলামী আন্দোলন এর কর্মীরা নিজেদের ব্যক্তিগত আমল বৃদ্ধি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে, পাশাপাশি নিজেকে আগামী দিনের যোগ্য নেতৃত্ব দেয়ার জন্য গড়ে তুলে সমাজ ও রাষ্ট্র গঠনে ভুমিকা রাখবে।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content