প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৪ , ৩:৫৬:০৫ প্রিন্ট সংস্করণ
১৯ নভেম্বর (মঙ্গলবার) রাতে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইউনিয়নের সোনাই সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কালু মাঝির টিলা যুব সমাজ আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইল খেলা অনুষ্ঠিত হয়।
মাস ব্যাপী ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্ব, কোয়াটার ফাইনাল ও সেমিফাইনাল পেরিয়ে অবশেষে বাইট্টাপাড়া কাজী নজরুল স্পোর্টিং ক্লাব বনাম ইসলামাবাদ একাদশ ফাইনালে মুখোমুখি হয়।
খেলার শুরু থেকেই দুটি দলের ভিতর হাড্ডা হাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ ড্র করে সমঝোতায় আসে শক্তিশালী দুই দল। পরবর্তীতে টাইব্রেকারে বাইট্টাপাড়া কাজী নজরুল স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ ইসলামাবাদ একাদশকে ১-০ গোলে হারিয়ে বিজয় নিশ্চিত করেন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন,ও লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত ফাইনাল নাইট ফুটবল টুর্নামেন্টের ম্যাচ সেরা খেলোয়াড় বিবেচিত হন শাকিব হোসেন মান্নান, ম্যান অফ দা ম্যাচ হন মোঃ সিহাব, ও সেরা গোলদাতা কৃর্পা চাকমা।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে নগদ অর্থ ও প্রাইজমানি হাতে তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।