প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৫:১৫:৫১ প্রিন্ট সংস্করণ
রাঙ্গামাটির লংগদু উপজেলা আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাছাই কার্যক্রম সম্পন্ন করেন বাছাই কমিটির সভাপতি বাঘাইছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম , লংগদু উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনজুর আলম মোর্শেদ সদস্য সচিব ও সদস্য উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. মাসুদুর রহমান।
এসময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা- দলনেত্রী,আনসার কমান্ডার, প্লাটুন কমান্ডার, সহকারী কমান্ডার এবং সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।