বাংলাদেশ

দেশে ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪

  প্রতিনিধি ৮ জুন ২০২৩ , ৪:৫৮:০২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় নতুন মৃত্যুর সংখ্যা দুই। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২২ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৩৭ জন ঢাকায় এবং ৬৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৮৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১১৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৭৩৫ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ২ হাজার ৩২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১ হাজার ৬৬৫ জন ঢাকার ও বাকি ৬৬২ জন অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।

সূত্র : ইউএনবি

আরও খবর

Sponsered content

Powered by