দেশজুড়ে

লংগদুতে হাসিনা সরকারের পদত্যাগে বিজয় মিছিল

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৪ , ২:৫৯:৪৫ প্রিন্ট সংস্করণ

লংগদুতে হাসিনা সরকারের পদত্যাগে বিজয় মিছিল

দেশব্যাপী কোটা সংস্কার ছাত্র আন্দোলনে ছাত্র  জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। আর এই খবর ছড়িয়ে পড়ার পর সঙ্গে সঙ্গে  বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইসলামি শাসনতন্ত্র আন্দোলন সহ সাধারণ জনতা আনন্দ উল্লাস করে রাঙ্গামাটির লংগদু উপজেলায়।  

৬ আগস্ট (মঙ্গলবার)  সকাল ১০ ঘটিকায় লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা জমায়েত হয়।  এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক আনন্দ মিছিল  শুরু হয়। মিছিলটি লংগদুর উপজেলার  বাইট্টাপাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের লঞ্চঘাট ঘুরে এসে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে এক পথসভার আয়োজন করে। উক্ত পথ সভায় বক্তব্য রাখেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, মো. মঞ্জুরুল হক, মো. শিহাব উদ্দীন, মো. ওসমান গণিসহ প্রমুখ।

বক্তারা বলেন, দেশ আজ এক খুনি স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়েছে। বিগত ১৫ বছরে দেশের বিরোধী রাজনৈতিক দল গুলো যা পারেনি ছাত্ররা আজ তা করে দেখিয়েছে। তবে এখানেই শেষ নয়, যারা নিরস্ত্র ছাত্রদের উপর গুলি করে নির্মমভাবে মেরেছে তাদের প্রত্যেকেরই শাস্তি নিশ্চিত হতে হবে। সেই সাথে অবৈধভাবে দেশের সম্পদ লুটপাট করে যারা নিজেদের আখের গুছিয়েছে তাদের সকল অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার ব্যবস্থা করতে হবে ।

বক্তারা আরও বলেন এই সুযোগে বাংলাদেশ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনগুলো আমাদের এ পার্বত্য অঞ্চলে চাকমা ও হিন্দুদের বাসা-বাড়ি বা ধর্মীয় উপসানলয়ে হামলা করে জামায়াত-শিবিরের উপর দায় চাপিয়ে দেয়ার অপচেষ্টা চালাতে পারে। এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান। 

উল্লেখ্য এর আগে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারাদেশে গতকাল ব্যাপক সহিংসতা ও নিহতের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সারা দেশ থেকে ঢাকা অভিমূখে যাত্রার কর্মসূচি পালন করে। লক্ষ লক্ষ ছাত্র জনতার সম্মিলিত এ যাত্রা গণ ভবন ঘেরাও করার আগেই পদত্যাগ করে হেলিকপ্টার যোগে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা।

আরও খবর

Sponsered content